ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

অনলাইন জুয়ার অ্যাপ ডেভেলপারসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
অনলাইন জুয়ার অ্যাপ ডেভেলপারসহ গ্রেপ্তার ৩

ঢাকা: অনলাইন জুয়ার একাধিক অ্যাপের ডেভেলপার ও এডমিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তার আসামিরা হলেন—মো. শরিফুল ইসলাম (২৩), মো. সোলাইমান (২৩) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং (অতিরিক্ত দায়িত্ব) পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্ত একাধিক অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের ভিত্তিতে সোমবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা একাধিক অনলাইন জুয়া অ্যাপের ডেভেলপার ও অ্যাডমিন।

এটিইউর এই কর্মকর্তা জানান, LK Playzone একটি জুয়ার অ্যাপ, যার মাধ্যমে কয়েক হাজার ব্যক্তি একইসাথে অনলাইনে জুয়া খেলায় অংশগ্রহণ করতে পারে। এসব অবৈধ অনলাইনভিত্তিক জুয়া খেলায় অংশগ্রহণ করে অনেকেই সর্বস্বান্ত হয়েছে। এ সংক্রান্তে অভিযোগ প্রাপ্তির পর অনুসন্ধানের এক পর্যায়ে গ্রেফতার মো. শরিফুল ইসলামের LK Playzone সহ একাধিক অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সাথে অ্যাডমিন হিসেবে যুক্ত থাকার তথ্য উদঘাটিত হলে এটিইউ অভিযান পরিচালনা করে তাকে রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শরিফুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে অপর অ্যাডমিন এবং ডেভেলপার মো. সোলাইমানকে আশুলিয়া থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে একাধিক জুয়ার অ্যাপ তৈরি ও পরিচালনায় সহায়তাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এটিইউর এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।