ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
সাতক্ষীরায় শেখ মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধরা

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে শহীদ আসিফ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হন।

এরপর তারা আগেই আধা ভাঙা অবস্থায় থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেন।

এ সময় তারা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।  

পরে সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ও জেলা পরিষদ চত্বরের ম্যুরালও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই এসব ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।