ঢাকা: রাজধানীর মালিবাগ গুলবাগ এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যু্বক মারা গেছে।
মঙ্গলবার (২২আগস্ট) সকাল ৯টার দিকে মালিবাগ গুলবাগে এই ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ জানান, সকালে মালিবাগ গুলবাগ এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রাম গামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এজেডএস/এমএম