ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় সাপের ছোবলে প্রাণ গেল শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
মাগুরায় সাপের ছোবলে প্রাণ গেল শিক্ষার্থীর ম্যাপ

মাগুরা: মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে সাপের ছোবলে মো. আজিম শেখ (১৮) নামে এক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আজিম পানিঘাটা গ্রামের মো. চান মিয়ার শেখের ছেলে।  

আজিম এবার স্থানীয় গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৪ দশমিক ৩৬ পেয়ে এসএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ হন।  

কিশোরের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির অদূরে মাঠে আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুতের কাজ করছিলেন আজিম। এ সময় তার হাতে বিষধর একটি সাপ ছোবল দিয়ে চলে যায়। আজিমের চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরে তার হাতের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।  

নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়েবুর রহমান তোরাপ জানান, ছেলেটি সাপের ছোবলে মারা গেল। ঘটনাটি দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এ জন্য তারা রাস্তাঘাটের ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ