ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ইউনিসেফ যৌথভাবে ‘স্পোর্টস ফর ডেভেলপমেন্ট (S4D)’ কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর বনানীর কড়াইলে টিএন্ডডি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় থেকে নোয়ালা স্কিনার, ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (ডিআরডি) এবং আঞ্চলিক প্রধান অপারেশনস ইউকো কুসামিচি উপস্থিত ছিলেন।
এছাড়াও এলিসা কল্পনা, সিপি ম্যানেজার; মনিরা হাসান, সিপি স্পেশালিস্ট; মো. রায়হানুল হক, সিপি অফিসার আনন্দদায়ক অনুষ্ঠানটি দেখতে উপস্থিত। অনুষ্ঠানে কড়াইল বস্তির দুর্বল মেয়েরা ফুটবল এবং কাবাডি খেলায় অংশগ্রহণ করে।
শিশুদের বিরুদ্ধে সহিংসতা এবং ক্ষতিকারক অনুশীলন রোধ করতে ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি অংশীদারত্বমূলক এই কর্মসূচি শুরু করে ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগ।
বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছয় মিলিয়নেরও বেশি খেলাধুলা দেশব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিতে শুরু হয়েছে।
S4D প্রোগ্রামের আওতায় চলতি বছরের মধ্যে ঢাকার কড়াইলে ৫০০০ দুর্বল মেয়ে এবং ১০০০ ছেলে সরাসরি উপকৃত হবে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমজেএফ