ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজে বাংলা অ্যালামনাইয়ের মশা নিধন-বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ঢাকা কলেজে বাংলা অ্যালামনাইয়ের মশা নিধন-বৃক্ষরোপণ

ঢাকা: মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

এদিন ঢাকা কলেজ প্রাঙ্গণে মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি অর্জুন, হরিতকি, বহেরা, আমলকি, নিমসহ ৩০টি বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসাইন, বাংলা বিভাগের প্রধান ফেরদৌসী হকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচি উদ্বোধনকালে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, বর্তমানে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের আবাসিক হল ও ক্যাম্পাসের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে মশা মারার ওষুধ ছিটানো এবং ঔষধি গাছ রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসাইন বলেন, ডেঙ্গু নিধনে সরকারের পাশাপাশি সব স্তর থেকে আমাদের এগিয়ে আসতে হবে। এছাড়া সবুজ ঢাকা নিশ্চিতকল্পে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।

বাংলা বিভাগের প্রধান ফেরদৌসী হক বলেন, আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এবং ওষুধি গাছ রোপণের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আগামীতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে আশা করি।

কর্মসূচিতে ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে অংশ নেন সভাপতি এইচ এম মিজানুর রহমান জনী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রোমেল, জাহাঙ্গীর আলম প্রধান, আমিনুর রহমান, মাহমুদুল আমিন শিবলী, মাঈন উদ্দীন মাসুম, মাইনুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।