ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে ট্রাক মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩২) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত ১০টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক মো. কবির হোসেন জানান, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ওয়েল্ডিংয়ের মাধ্যমে তার ট্রাক মেরামতের কাজ চলছিল। এ সময় আল আমিন ওয়েল্ডিং মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

তিনি আরও বলেন, নিহত আল আমিন তার ট্রাকের হেলপার ছিলেন। তিনি ট্রাকেই থাকতেন। তার বাড়ি ভোলা জেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।