নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, মরদেহের বয়স ২৫/২৬ বছর বয়স হবে। খালি গায়ে পড়নে শুধু কালো প্যান্ট ছিল। শরীরের অনেকাংশের চামড়া পচে উঠে গেছে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, তবে মরদেহটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উত্তর পানগাঁও এলাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এমআরপি/এসআইএ