ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাসায় নিশাদ আন্নু (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার স্বামীর দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে তার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূর স্বামী রানা মিয়া জানান, তারা উত্তর রায়েরবাগ ২য় তলা মসজিদ গলির তিনতলা বাসায় ভাড়া থাকেন। তাদের ঘরে দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তিনি নিজে নবাবপুরে মটর পার্টসের ব্যবসা করেন। মাঝেমধ্যেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।
তিনি জানান, রাত ৮টার দিকে তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে আবার ঝগড়া হয়। এরপর ছেলেকে নিয়ে বাইরে দোকানে যান তিনি। কিছুক্ষণ পর বাসায় এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পান না। পরে বাড়িওয়ালার সাহায্যে দরজা ভেঙ্গে ভেতরে তার স্ত্রীকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের দুজনের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। নিশাদের বাবার নাম আব্দুস সবুর।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এজেডএস/এসআইএ