ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঢাকা: রাজধানী খিলগাঁও নন্দীপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের নিচ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২৭) নামে এক যুবক মারা গেছে। নিহত ব্যক্তি পেশায় রড মিস্ত্রি ছিলেন।

বুধবার (২৩ আগস্ট) বিকালের দিকে রুবেলের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নন্দীপাড়া আফসার আলী সড়ক এলাকায় একটি নির্মাণাধীন তিন তলা ভবনের নিচতলায় সকাল ৯ টার দিকে রড কাটার সময় রুবেল বিদ্যুৎপৃষ্টে আক্রান্ত হয়। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায়  মারা যায় সে।

নিহত কুমিল্লা চান্দিনা উপজেলার আব্দুল আলীমের সন্তান সে নন্দীপাড়া এলাকায় থাকতো।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩

এজেডএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।