বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুইটি বিদেশি পিস্তল, সচল ম্যাগজিন ও গুলিসহ ছামিউল মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
আটক ছামিউল মিয়া লালমনিরহাট জেলার আদিতমারীর পশ্চিম দীঘলটারীর সুরত আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাত সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় একটি চাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদে জানা যায় বুড়িমারী থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অস্ত্র বহন করছেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার একটি চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। পরে রাত সোয়া ১টার দিকে রংপুর থেকে পিংকি পরিবহনের একটি বাস আসে। তখন বাসটি মহাসড়কের পাশে থামাতে নির্দেশ দেওয়া হয়। বাসটি তল্লাশি করার জন্য গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে মোড়ানো দুইটি সচল বিদেশি আগ্নেয়াস্ত্র পিস্তল, চারটি লোহার তৈরি সচল ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ছামিউল লালমনিরহাট থেকে জয় (২৩) নামে এক যুবকের কাছ থেকে এসব অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ছামিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই কাজের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
কেইউএ/এএটি