ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভুয়া কলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে টাকা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ভুয়া কলে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে টাকা দাবি

ঢাকা : খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নাম করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীর কাছে ভুয়া কল করে টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছে প্রতারকরা। প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছে খাদ্য বিভাগ৷ 

সম্প্রতি খাদ্য বিভাগ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, প্রশাসন বিভাগের কতিপয় কর্মকর্তার নাম উল্লেখ বা ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের খাদ্য বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর কাছে কল করে কিছু প্রতারণারী টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা করছেন।

এতে আরো বলা হয়েছে, প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ এর সংশ্লিষ্ট থানায় অবহিত করে এ দপ্তরকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৪,২০২৩
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।