ফেনী: জেলার সোনাগাজীতে পুলিশ ও র্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৯ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ আগস্ট) রাতে ফেনী শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবুল ক্ষেম বলেন, সুমন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের র্যাব সদস্যরা ও সোনাগাজী মডেল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসএইচডি/এসআইএ