ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ জনের নামে মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বরগুনা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ জনের নামে মামলা 

বরিশাল: লাঞ্ছিত করার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার আইনে বরগুনা প্রেসক্লাবের সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন দৈনিক মফস্বল বার্তা পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মতিউর রহমান।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নাজমুল হাসান।  

মামলার বিবাদীরা হলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, জিয়াউল ইসলাম, মাসুম বিল্লাহ ও জাকির হোসেন জুয়েল।  

বেঞ্চ সহকারী নাজমুল হাসান মামলার বরাতে বলেন, বাদী মতিউর রহমান বাংলাদেশ প্রেসক্লাবের বরগুনা জেলা শাখার সদস্য হওয়ায় বনভোজনের জন্য সমাজের কিছু গণ্যমান্যদের ব্যক্তিদের আমন্ত্রণ দেওয়ার দায়িত্ব পান। গত ৩০ জানুয়ারি পাথরঘাটার ডা. বশির আহম্মেদের চেম্বারে আমন্ত্রণ জানাতে যান। সেখান থেকে বের হওয়ার সময় বিবাদীরা এসে তাকে ঘিরে ধরেন। তাকে অকথ্য ভাষায় গালি দেন। এক পর্যায়ে তার ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তাকে মারধর করেছে। ধারণ করা ভিডিও এবং ছবি ইন্টারনেটে বিবাদীরা ছড়িয়ে দেন। বাদীকে লাঞ্ছিত করার চিত্র প্রচার করে সমাজে হেয় প্রতিপন্ন ও সম্মান হানি করেছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।