ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেবল যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা 'প্রহসন’ বললেন নাহিদ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, মে ৯, ২০২৫
কেবল যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা 'প্রহসন’ বললেন নাহিদ  নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে রাজধানীর যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরুর পরপরই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

তবে এ ঘোষণাকে প্রহসন বলছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির নেতারা।

 

তারা বলছেন, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন তারা মেনে নেবেন না। একইসঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং আইসিটিতে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে বলেও জানান তারা।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজেদের ফেসবুকে একই কথা জানান।  

এদিকে 'গণহত্যাকারী' আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।

হাসনাতের সঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরাও রয়েছেন।

অবস্থান কর্মসূচি আহ্বানের পরপরই  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।  

তিনি বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে।

তবে কেবল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নাহিদ ও হাসনাত। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।  

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হাসনাত আবদুল্লাহসহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নেতারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিলেন।  

এফএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।