ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেনী: জেলায় ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী-ফেনীগামী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়।

উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম দুই লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক কারবারি ফেনী-নোয়াখালী সড়কের মহিপাল রাস্তার ওপর দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে। একটি দল ওই স্থানে হাজির হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে কক্সবাজারের টেকনাফ থানার মোছনী আরআরসি ক্যাম্প, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬ এর মো. হোসেনের ছেলে মো. শাকেরকে (৩২) আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে দুইটি প্লাস্টিকের বস্তায় ১৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিল।

র‍্যাব-৭ কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসএইচডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।