ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
বনানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ঢাকা: রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের পেছনে রডবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। তার নাম শাহজাহান (৩৫)।

শুক্রবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক জানান, বনানী নৌ-সদর দপ্তরের সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় রডবোঝাই ওই ট্রাক। এতে ট্রাকের চালক শাহজাহান গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মৃত্যু হয়।

তিনি জানান, শাহজাহানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। বর্তমানে গাজীপুরের টঙ্গীতে থাকতেন। রাতে টঙ্গীর কারখানা থেকে ট্রাকে করে রড নিয়ে ঢাকায় হাজারীবাগে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। শাহজাহানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।