ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হানিফ ও কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজনের নাম-পরিচয় জানা যায়নি।

তবে তার বয়স হবে আনুমানিক ৬৫ বছর। অপরজনের নাম জাবের হোসেন (৪৬)।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দুপুরে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর জাবের নামে ওই ব্যক্তি মোটরসাইকেলের চালিয়ে যাওয়ার সময় অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পথচারী ইমরান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে জাবের হোসেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাখারুল ইসলাম জানান, ভোরে কুড়িল ফ্লাইওভারের এক পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ধারণ করা হচ্ছে, যেকোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার পরও নাম-ঠিকানা জানা যায়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।