ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুই ম্যুরাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুই ম্যুরাল ভাঙচুর ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ম্যুরাল

পটুয়াখালী: পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

বুধবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা পরিষদ ও র‍্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের সামনে জনতার ভিড় বাড়তে থাকে। পরে একত্রিত হয়ে তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র‍্যাব ক্যাম্পের দিকে অগ্রসর হন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং র‍্যাব ক্যাম্প সংলগ্ন ম্যুরালেও ভাঙচুর চালান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।