ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডাবের আড়তে ভোক্তার অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ডাবের আড়তে ভোক্তার অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: ডাবের অস্বাভাবিক দাম বাড়ার কারণ অনুসন্ধান করতে গভীর রাতে পণ্যটির আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাব কেনা-বেচার ক্যাশ মেমো না পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারের ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালনা করেছে সরকারি বাজার তদারকি সংস্থাটি। অভিযানে নেতৃত্বে দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

জরিমানা করা প্রতিষ্ঠান দুইটি হলো মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজ। উভয়কেই ২০ হাজার করে জরিমানা করা হয়।

অভিযানের পর উপস্থিত ক্রেতাদের মধ্যে ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকায় বিক্রি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।