কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় অবৈধ প্রসাধনীসামগ্রীসহ মো. কবির হোসেন (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে কিশোরগঞ্জের ভৈরব র্যাব-১৪ ক্যাম্প থেকে এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
আটক কবির কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল এলাকার মো. ইসকান্দার আলীর ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভৈরব উপজেলার লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় চোরাকারবারি কবিরকে আটক করা হয়। পরে তার দখলে থাকা ৪২টি ভারতীয় নিভিয়া ফেস ওয়াস, ৬ হাজার ৭৬ প্যাকেট ভারতীয় ম্যাঙ্গো হার্বস ক্রিম, ৬ হাজার ৯৮৬ প্যাকেট ভারতীয় গোল্ড হার্বস ক্রিম ও একটি পুরাতন বাটন ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কবির দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ প্রসাধনীসামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
জব্দকৃত প্রসাধনীসামগ্রী ও আটক কবিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস