ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে চাপাতির আঘাতে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আহতের দাবি  ছিনতাইকারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
মোহাম্মদপুরে চাপাতির আঘাতে যুবকের কব্জি বিচ্ছিন্ন, আহতের দাবি  ছিনতাইকারী আহত আরমান ইসলাম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আরমান ইসলাম (৩০) নামে এক যুবকের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ব্যক্তির দাবি, হামলাকারীরা ছিনতাইকারী ছিল।

   

শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে নবোদয় হাউজিং ঢালে এ ঘটনা ঘটে।  

আহতাবস্থায় আরমানকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা।

আহত আরমান জানান, তার বাসা নবীনগর হাউজিং এলাকায়। তিনি পেশায় পিকআপভ্যানচালক। খুলনা থেকে পিকআপভ্যান নিয়ে শুক্রবার ঢাকা উদ্যান পিকআপভ্যান স্ট্যান্ডে আসেন। সেখান থেকে বাইসাইকেলে করে যাচ্ছিলেন। পথে নবোদয় হাউজিং ঢালে এলে ৭-৮ জন ছিনতাইকারী তার সাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নেওয়ার চেষ্টা করে। এতে বাধা তিনি দিতেই ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাকে আঘাত শুরু করে। ঠেকাতে গিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ছিনতাইকারীরা তার কাছে থাকা দুইটি মোবাইল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আর আহতাবস্থায় আরমান দৌড়ে একটি বাসায় গিয়ে আশ্রয় নেন। পরে সেখান থেকে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢামেক নিয়ে আসা হয়।
এলাকার পেশাদার ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে বলে আহত আরমানের সঙ্গে থাকা এলাকার ছোট ভাই জাবেদ খান দাবি করেছেন।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে এক যুবক হাসপাতালে এসেছিলেন। ওই যুবকের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আসলে মারামারি না কি ছিনতাই -এ ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।