ঢাকা: রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের ৩য় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে তারেক মাহমুদ জুয়েল (২৯) নামে এক চাকরিপ্রার্থী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকে অবস্থিত এই স্কুলে এ ঘটনা ঘটে।
জুয়েলের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।
প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, শনিবার (২৬ আগস্ট) স্কুলটিতে বস্ত্র অধিদপ্তরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে। স্কুলটির তিন নম্বর ভবনের ৩য় তলায় জুয়েল নামে ওই যুবকের আসন ছিল। বেলা ১০টা ৫০মিনিটে তিনি তার কক্ষের আসন থেকে বের হয়ে ৩য় তলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেনদ্রনাথ বিশ্বাস জানান, স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান এবং পায়ের এক্স-রে করানো হয়েছে। বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ার কারণে হতাশা থেকে তিনি লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে। তবে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, তার বড় ভাই সোলাইমান আলী জানান, জুয়েল গ্রামে কৃষিকাজ করে। বস্ত্র অধিদপ্তরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন তিনি। জুয়েলের ফোন থেকেই তিনি খবর পান, ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন তিনি (জুয়েল)। পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে দেখতে পান।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এজেডএস/এসআইএ