দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে জানিয়েছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রীর দেয়া অঙ্গীকার বাস্তবায়ন না হওয়ার কারণে এশিয়া এনার্জিসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ফুলবাড়ী আন্দোলন শুধুমাত্র কয়লা রক্ষার জন্য না। এ আন্দোলন ছিল ফুলবাড়ীর মানুষের জীবনজীবিকা রক্ষার, প্রাণীসম্পদ রক্ষার, বাংলাদেশকে রক্ষার। ১৭ বছর পার হয়েছে কিন্তু এ অঞ্চলের মানুষ এখনো জাগ্রত আছে। আমাদের দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই আমি সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলকে আহবান জানাবো যে ক্ষমতায় আসুক। তাকে এই ৬দফার অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। এটি শুধু এই অঞ্চলের মানুষের দাবি নয়, এটি পুরো বাংলাদেশের মানুষের দাবি।
সকালে দিবসটি উপলক্ষে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রা জাতীয় কমিটি, ফুলবাড়ী পৌর মেয়র ও আমরা ফুলবাড়ী বাসীসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ২৬ আগস্টে নিহতদের স্মরণে পৌরশহরে শোক র্যালি প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি, মোশাররফ হোসে নান্নু, আব্দুল আলী, সামসুল আলম, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, আমিনুল ইসলাম বাবলু, জয় প্রকাশ গুপ্ত, হামিদুল হক, মো. আব্দুল কাইয়ুম, এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এম এম