ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতারা।

শনিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

 

পরে সূরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।  

এ সময় মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুল মালেক চৌধুরী, ইঞ্জিনিয়ার এসএম আজহারুল ইসলাম, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহজাহান সাজু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইদুল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের নেতারা বঙ্গবন্ধুর বেদীর পাশে শপথবাক্য পাঠ করেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।