ঢাকা: বৃষ্টিপাত বাড়ায় উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। ফলে তিস্তার পানি বেড়ে উত্তরের তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবোর সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল স্থিতিশীল আছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই অঞ্চলের সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী, যাদুকাটা, ভুগাই-কংশ, সারিগোয়াইন নদীসমূহের পানির সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
এছাড়া তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা রোববার (২৭ আগস্ট) নাগাদ স্থিতিশীল থাকতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা অববাহিকা সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
পাউবো জানিয়েছে, বর্তমানে তিস্তার পানি নিলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে এবং লালমনিরহাটের কাউনিয়ায় বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাট, নিলফামারী ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বিভিন্ন নদ-নদীতে পাউবোর পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে শনিবার পানির সমতল বেড়েছে ৬৬টিতে, কমেছে ৪৪টিতে আর অপরিবর্তিত আছে ১ স্টেশনের পানির সমতল।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ইইউডি/এমজে