ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রাফিক পুলিশ নিহত: ট্রাকচালক অপেশাদার ছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ট্রাফিক পুলিশ নিহত: ট্রাকচালক অপেশাদার ছিলেন

গাইবান্ধা: গাইবান্ধা শহরে ট্রাকের চাপায় ট্রাফিক পুলিশ সদস্য ( কং/৯৯৫) বিপ্লব প্রমাণিক (৪৮) নিহত হওয়ার ঘটনায় ট্রাক মালিকসহ চালক-সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন- ট্রাক চালক রংপুরের মাহিগঞ্জ থানার সঙ্গীর টারী গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল মিয়া (৩৫), সহযোগী একই এলাকার ক্ষুদ্র রংপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে মশিউর রহমান (২৯) ও ট্রাক মালিক জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)।

এদের মধ্যে চালক জামাল মিয়া লাইসেন্সধারী ছিলেন না। একজন অদক্ষ-অপেশাদার ট্রাকচালক হিসেবে গোল চত্বরের নিয়ম না মেনে ভুল পথে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিপ্লব প্রামাণিক ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

শনিবার (২৬ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন।

তিনি জানান, ঘাতক ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ওই ট্রাক চালক হওয়া সত্ত্বেও বদলি হিসেবে একজন অপেশাদার, অদক্ষ লাইসেন্সবিহীন চালক মো. জামাল মিয়াকে দিয়ে সেদিন ট্রাকটি চালাচ্ছিলেন। জামাল রংপুর থেকে আলু লোড করে ২৪ আগস্ট ভোরে ট্রাকটি জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে আনলোড করেন। পরে সকাল ৬টার দিকে খালি ট্রাক নিয়ে পুনরায় রংপুরের উদ্দেশে রওনা করেন। সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ ক্যাফের সামনে গাইবান্ধা গোলচত্বর রাস্তায় গোল চত্বরের নিয়ম না মেনে ভুল পথে বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

তখন চালক ট্রাকটি নিয়ে দ্রুতগতিতে পুরাতন ব্রিজ দিয়ে সুন্দরগঞ্জ অভিমুখে পালিয়ে যান। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে ট্রাকটি শনাক্ত করা হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ও ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়।  

পরের দিন রংপুর মহানগরের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাকের চালক জামাল মিয়া, সহযোগী মশিউর রহমান ও ট্রাক মালিক আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাইবান্ধা জেলার পুরাতন জেলখানা মোড়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে।  

গ্রেপ্তার আসামিদের দেখানো ও শনাক্ত মতে ঘাতক ট্রাকটি রংপুরের মাহিগঞ্জ থানার বীরভূদ বালাটারী গ্রামের আমিনুল্লাহর ছেলে হারুন মিয়ার (৩০) গ্যারেজের ভেতর থেকে উদ্ধার-জব্দ করা হয়। আসামিরা উদ্ধারকৃত ট্রাকটির রং পরিবর্তন করার জন্য ওই গ্যারেজে নেয়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।