সাতক্ষীরা: জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ মো. ফারুক হোসেন (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আওতাধীন বটতলা পাকারাস্তা দিয়ে ভ্যানযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে মো. ফারুক হোসেনকে আটক করা হয়। পরে আটক ভ্যানগাড়িটি তল্লাশি করে ছয়টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক ফারুককে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআইএ