চাঁদপুর: অতিরিক্ত দামে ডাব বিক্রি করার কারণে তিন ব্যবসায়ীকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে শহরের বেশ কয়েকটি স্থানে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন সংস্থাটির চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, ক্রেতা সেজে ডাব কিনতে বাসস্টান্ড, কালীবাড়ি, ছায়াবানীর মোড় এবং সদর হাসপাতালের সামনে গিয়েছিলাম। ডাবের দাম জিজ্ঞেস করাতে ভিন্ন জন ভিন্ন ভিন্ন দামের কথা বললেন। ১২০ টাকা, ১৩০ টাকা ও ১৫০ টাকা। অর্থাৎ আজ আকারভেদে ডাবের দাম ১২০ টাকা থেকে ১৫০ টাকা।
তিনি আরও বলেন, এরপর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদে জানা গেল, প্রতিটি ডাব ৭০ থেকে ৮০ টাকা করে কেনা পড়ছে। তাহলে এই অযৌক্তিক দাম কেন? হাসপাতালে অনেক রোগী ভর্তি যাদের জন্য ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন। অথচ এত বাড়তি দামে ডাব কেনা ভোক্তার জন্য দুরূহ হয়ে পড়ছে।
সংস্থাটির চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বলেন, এই মর্মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিনজন ডাব বিক্রেতাকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকশ দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এরআগে, চলতি বছরের গত কয়েক মাসে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত দামে ডাব বিক্রি করে আসছিল খুচরা ব্যবসায়ীরা। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নজরে আসে প্রশাসনের।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআইএ