ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকে নিজের পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তিনি গভর্নিং বডির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন।
শনিবার (২৬ আগস্ট) তিনি বাংলানিউজকে বলেন, গভর্নিং বডির সভাপতির কাছে দেওয়া চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। এ ঘটনার জেরে ওই ছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।
১০ আগস্ট বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমআইএইচ/এএটি