ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী  ফাইল ফটো

বেনাপোল (যশোর):  যশোরের বেনাপোলে কুড়াল দিয়ে কুপিয়ে নিজ স্ত্রী রেশমা খাতুনকে (৩২) হত্যা করেছেন আবু সালাম নামে এক ব্যক্তি।

রোববার (২৭ আগস্ট) ভোরে বেনাপোল পৌর এলাকার গাজীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিল। তারই জেরে ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল। এ ঘটনায় রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল রাতেই পালিয়ে যায়।

এদিকে সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্ত্রীকে খুন করেছেন স্বামী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।