ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে অটোভ্যান উল্টে পুকুরে, ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
গোয়ালন্দে অটোভ্যান উল্টে পুকুরে, ব্যবসায়ীর মৃত্যু  প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটোভ্যান উল্টে রাস্তার পাশের একটি পুকুরে ডুবে কুদরত শেখ (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কুদরত উজানচর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মৃত মিজাই শেখের ছেলে।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুদরত শেখ নিজেই অটোভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কুটি পাঁচুরিয়া হাটে মসলা নিয়ে যাওয়ার সময় ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে পুকুরের পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই কুদরত শেখ মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।