বান্দরবান: কয়েকদিন আগের ভয়াবহ বন্যার ক্ষতির রেশ কাটতে না কাটতেই ফের একই শঙ্কা দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।
শুক্রবার (২৫ আগস্ট) থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে জেলায়, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে রোববার (২৭ আগস্ট) সকাল থেকে বান্দরবানে পাহাড়ের পাদদেশ ও নদীর তীরে বসবাসরতদের নিরাপদে সরে যেতে পৌরসভার ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণের আশঙ্কায় ভূমিধস ও নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে যেতে পারে, তাই সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
এছাড়া জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বাড়ার কারণে বন্যা ও ভূমি ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বান্দরবানে অতিবৃষ্টি আর বন্যার কারণে পাহাড় ধসে ১১ জনের মৃত্যু হয়। আর ১ হাজার ৪০৬টি ঘর সম্পূর্ণ ও ৫ হাজার ১৭৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে সড়ক ভেঙে যাওয়ায় রুমা ও থানচি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএ