ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, জরিমানা

ময়মনসিংহ: মশক নিধন অভিযানে নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে ময়মনসিংহ সিটি কপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ভবন মালিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


 
রোববার (২৭ আগস্ট) দুপুরে নগরীর ভাটিকাশর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মসিকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

তিনি বলেন, দিন দিন সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

আরিফুর রহমান বলেন, নগর কর্তৃপক্ষের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি এডাল্টিসাইড ও লার্ভিসাইড ওষুধ প্রয়োগ করা হচ্ছে। সেইসঙ্গে নিয়মিত মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিয়মিতভাবে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ.কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, রবিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।