ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।  

রোববার (২৭ আগস্ট) সকালে পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে এ সন্তানের জন্ম দেন।

পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নবজাতকটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না ওই প্রতিবন্ধী নারী বা স্থানীয়দের কেউ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। আশপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। আজ সকালে রাস্তার পাশে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। খবর পেয়ে পুলিশের একটি গাড়ি এসে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা দুজনেই সুস্থ আছে।  

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামাল হোসেন মোবাইল ফোনে জানান, প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে  সমাজসেবা অধিদপ্তরে আশ্রয়ের জন্য সহায়তা চাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।