ঢাকা: রাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতনের শিকার হয়ে অজ্ঞাত শিশু গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। মামলার আসামি করা হয়েছে সাথী আক্তার পারভীন ডলি নামে গৃহকর্ত্রীকে।
রোববার (২৭ আগস্ট) রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে নিহত গৃহকর্মীর পরিচয় শনাক্তের সব ধরনের চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় গৃহকর্ত্রী সাথী আক্তার পারভীন ডলিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কলাবাগানের সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় সাথী আক্তার পারভীন তার শিশু সন্তানের সঙ্গে বসবাস করত ওই গৃহকর্মী। গত তিন বছর ধরে সাথীর বাসায় কাজ করছিল ওই শিশু। গত শনিবার (২৬ আগস্ট) তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, নির্যাতনের শিকার হয়ে শিশুটি মারা গেছে। ঘটনার পর মোবাইল রেখে পালিয়ে যান গৃহকর্ত্রী সাথী। নিহতের শরীরে নতুন ও পুরাতন অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
পিএম/এমজে