ঢাকা: যাত্রাবাড়ীর সনটেক ঈসাখাঁ রোড এলাকার একটি ছয়তলা ভবন থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিতু আক্তার (২৭)।
ভবনের লোহার দরজা ভেঙে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। তার একটি সন্তান রয়েছে।
রোববার (২৭ আগস্ট) রাতে এসব তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস উদ্দিন। তিনি বলেন, রাতে সংবাদের পরিপ্রেক্ষিতে ঈসাখাঁ রোডের একটি ভবনের ৬ তলার লোহার দরজা ভেঙে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল।
মিতুর বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম নজরুল ইসলামে। যে বাসায় মরদেহ পাওয়া গেছে, মিতু সেখানেই বসবাস করতেন। তার নয়-১০ বছরের একটি সন্তান রয়েছে।
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছিল মিতুর। প্রাথমিকভাবে জানা গেছে, এত তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেটিও অবনতির হওয়ায় মিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।
আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্তা।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এজেডএস/এমজে