ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে পর্যটক হত্যা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
শ্রীমঙ্গলের লেমন গার্ডেনে পর্যটক হত্যা

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের লেমন গার্ডেনের রিসোর্টের একটি কক্ষে শরিফুল ইসলাম নামে এক পর্যটককে হত্যা করা হয়েছে। নিহতের সঙ্গে আরও ‍তিন ব্যক্তি ছিলেন।

তারা পালিয়েছেন।

রোববার (২৭ আগস্ট) ঘটনাটি ঘটে। সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত শুক্রবার (২৫ আগস্ট) শরিফুল ইসলামসহ চারজন লেমন গার্ডেনে ঘুরতে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাকি তিনজন মিলে শরিফুলকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

রিসোর্টের রেজিস্টারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুরুল আমিন রাব্বি, শরিফুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজন পর্যটক হোটেল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশের ৫ নম্বর কক্ষে ওঠেন। তাদের মধ্যে একজন মধ্য বয়সী।   রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল স্টাফ সহিদুল ইসলাম ওই কক্ষে চেকিংয়ের জন্য যান। তিনি রুমটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

এতে সহিদুলের সন্দেহ হয়। তিনি ভেতরে কেউ আছেন কিনা ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে তিনি বিষয়টি জানান। তারা পুলিশে ফোন দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার ফোর্সসহ ঘটনাস্থলে যান। তিরি রিসোর্টের ওই কক্ষটির অন্য চাবি দিয়ে দরজা খুলে শরিফুলের রক্তমাখা লাশ দেখতে পান।

সন্ধ্যার দিকে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএমসহ (বার) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে তৎপরতা চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে তারা ধারণা করছে, শনিবার (২৬ আগস্ট) রাত ১০টা থেকে রোববার (২৭ আগস্ট) ভোরের মধ্যে কোনো এক সময় রাব্বি ও অন্যান্যরা মিলে শরিফুল ইসলামকে মাথায় একাধিক আঘাত করে খুন করে থাকতে পারে। নিহতের বাড়ি নরসিংদীর রায়পুরা এলাকায়।

ওসি জাহাঙ্গীর আরও জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখনও মামলা হয়নি। পরিবারের লোকজন এলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।