ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নৌকা থেকে পড়ে ইঞ্জিনের ফ্যানের আঘাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, আগস্ট ২৮, ২০২৩
নৌকা থেকে পড়ে ইঞ্জিনের ফ্যানের আঘাতে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে পিকনিকের নৌকা থেকে পড়ে গিয়ে শ্যালো ইঞ্জিনের ফ্যানের সঙ্গে আঘাত পেয়ে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সুফিয়া খাতুন বাজার ভদ্রঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।  

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক জানান, আজ সকালে গণস্বাস্থ্য টেক্সটাইল মিলের শ্রমিকরা নৌকায় করে বনভোজনে যাচ্ছিলেন। মিলের শ্রমিক না হলেও সুফিয়া তার জা রাকিবুন খাতুনের সঙ্গে বনভোজনে যাচ্ছিলেন। নৌকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুফিয়া পা পিছলে পড়ে যান। এসময় ইঞ্জিনের ফ্যানের সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।