ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জের শীতলক্ষ্যায় ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
না.গঞ্জের শীতলক্ষ্যায় ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের ময়মনসিংহ পট্টি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর ভাড়াটিয়া বাবুল কাজী ছেলে। আর ইসমাইল বাদল কাজীর ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ আগস্ট) সকালে ওই দুই শিশু নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে শীতলক্ষ্যার তীরে তাদের মরদেহ ভেসে উঠে। পরে বন্দর ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তারা ডুবে নিখোঁজ হন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে জানান, এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।