ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

অপহরণের ১০ ঘণ্টা পর শিশু উদ্ধার, দুই নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
অপহরণের ১০ ঘণ্টা পর শিশু উদ্ধার, দুই নারী গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গালগাছ এলাকা থেকে অপহরণের ১০ ঘণ্টা পড়ে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অপহৃত ওই শিশুর নাম রিয়াদ হোসেন রোহান (৭ মাস)।

গ্রেপ্তাররা হলেন সিটি করপোরেশনের সদর থানার বাঙ্গালগাছ এলাকার মাসুদের স্ত্রী জাকিয়া সুলতানা জান্নাত (২৩) ও বগুড়া সদর থানার চক সূত্রাপুর এলাকার মো. জামালের স্ত্রী রাকিবা আক্তার আঁখি (২১)।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।  

তিনি জানান, রোববার (২৭ আগস্ট) দুপুরে হাবিবা আক্তার নামে এক নারী জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে তার সাত মাস বয়সী ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। পরে সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে হাবিবা আক্তার পুলিশকে জানায় ভিকটিমের চাচি জাকিয়া সুলতানা মাঝে মধ্যে রোহানকে কোলে নিত। এ ব্যাপারে জাকিয়া সুলতানাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তিনি এলোমেলোভাবে কথা বলেন এবং তার কথা সন্দেহজনক মনে হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে জাকিয়া সুলতানা রোহানকে অপহরণ করার কথা স্বীকার করেন। রোহানকে অপহরণ করে জাকিয়া তার আপন বোন রাকিবা আক্তার আঁখিকে দিয়ে দিয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া থেকে রোহানকে উদ্ধার করা হয় এবং রাকিবা আক্তার আঁখি ও জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।