ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে চাপাতিসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
ঢামেকে চাপাতিসহ যুবক আটক আটক যুবক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ধারালো চাপাতিসহ এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। আটকের পর তাকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

তবে ওই যুবক মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে আটক করা হয়।

হাসপাতালের আনসার সদস্যরা জানান, ধারালো চাপাতি নিয়ে ওই যুবক জরুরি বিভাগের টিকিট কাউন্টারে ঢুকে। সেখানে রোগীর স্বজনরা তার হাতে চাপাতি দেখে ভয়ে আনসার সমস্যদের ডেকে আনেন। তখন তারা ওই যুবককে আটক করে। আটকের পর তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ওই যুবক মাদকাসক্ত ও ভবঘুরে। দুইদিন আগেও তাকে হাসপাতালের ভেতর থেকে আনসার সমস্যরা আটক করেছিল। তার সঙ্গে থাকা ধারাল চাপাতিটি জব্দ করা হয়েছে। তার হাতে একটি কচি লাউও ছিল।

এদিকে আটক হওয়া যুবক নিজের নাম রাব্বি (৩৫) বলে দাবি করে। তার বাড়ি বরিশালের সদর উপজেলায়, কাপ্তানবাজার থেকে চাপাতিটি কিনেছে বলে জানায় সে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।