ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘কুমিল্লা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
‘কুমিল্লা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে’

কুমিল্লা: কুমিল্লা নগরীতে দিনের বেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোম্পানির বাস প্রবেশে যানজটের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে বাস প্রবেশ না করার বিষয়ে আলোচনা করতে হবে।

এতে নগরবাসী যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এছাড়া পরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেম করতে হবে। ড্রেনের মধ্যে পিলার থাকলে তা সরিয়ে দিতে হবে। নতুবা জলাবদ্ধতা কমবে না। অপরদিকে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করতে হবে। নতুবা আগামী ১০ বছর পর কুমিল্লা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।  

সোমবার (২৮ আগস্ট) কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এসব বিষয় তুলে ধরেন।  

ইউএসএআইডির সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যাডস্কেপ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টির নেতা ও তরুণরা ৫টি দলে বিভক্ত হয়ে তাদের মতামত লিখিত উপস্থাপন করেন। এছাড়া মাদকের আগ্রাসন রোধ ও টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।  

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সহ-সভাপতি নিখিল চন্দ্র রায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান দোলন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট ফারহানা সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, ডেমোক্রেসি ইান্টরন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম কুমিল্লার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বাবু ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারজানা নিশাত প্রমুখ।  

উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সুষ্ঠু ধারার গণতন্ত্র চর্চায় ২০১১ সাল থেকে বাংলাদেশে ও ২০১৮ সাল থেকে কুমিল্লায় কাজ করছে। এর ধারাবাহিকতায় স্থানীয় জন-সম্পৃক্ত সমস্যা সমাধানে কার্যকর অ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।