ঢাকা: স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে তামাক ও মাদক থেকে দূরে থাকার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন’ এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস’ আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। এ অগ্রগতির ধারক হবে নতুন প্রজন্ম। তাই, তাদেরকে আমাদের ভাষা, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। একইসঙ্গে নিজেদের স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। দেশকে এগিয়ে নিতে সুস্থ ও সমৃদ্ধ তরুণ প্রজন্ম দরকার। তাই সব ধরনের নেতিবাচক বিষয় থেকে আমাদের তরুণ প্রজন্মকে দূরে থাকতে হবে। এভাবেই আমরা প্রধানমন্ত্রীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব।
বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বলেন, নতুন প্রজন্মকে স্বাধীন বাংলার সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এই দেশে দীর্ঘদিন আমরা সঠিক ইতিহাস থেকে দূরে ছিলাম। দুরন্ত বাংলাদেশের এই গতিকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে পারলে এই জাতি আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমএমআই/এসআইএ