বরিশাল: জেলার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমএস/এসআইএ