ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লংগদুতে আগুনে পুড়ল দোকান ও বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
লংগদুতে আগুনে পুড়ল দোকান ও বসতঘর

রাঙামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় আগুনে ১৪টি দোকান এবং ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মাইনী ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাইট্টাপাড়া বাজারে একটি ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে ১৪টি দোকান এবং ৩টি বসতঘর পুড়ে যায়।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

লংগদু ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সেলিম বলেন, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।