ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সন্ধি কাছিমসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
বগুড়ায় সন্ধি কাছিমসহ আটক ৩

বগুড়া: বগুড়ায় র‍্যাবের অভিযানে বিপন্ন প্রজাতির ৯টি সন্ধি কাছিম উদ্ধার ও তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

আটক তিনজন হলেন, নীলফামারীর ডোমার উপজেলার ডুহডুগি বড়গাছা এলাকার শুকারু চন্দ্র রায়ের ছেলে শ্রী সুবাস চন্দ্র রায় (৩৫), পাথারু রায়ের ছেলে মানিক রায় (২০) ও ফলিরাম রায়ের ছেলে প্রদীপ রায় (৩৫)।

বগুড়া র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার জোব্বার হোটেলের সামনে থেকে অবৈধভাবে কাছিম পাচার ও কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া সন্ধি প্রজাতির কাছিম তারা ফেনী থেকে সংগ্রহ করে বগুড়া হয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা করেন।

তিনি জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২ আইন অনুযায়ী কাছিম ধরা, শিকার করা, পাচার করা, ক্রয়–বিক্রয় ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। বগুড়ায় উদ্ধার হওয়া কাছিম বিপন্ন সন্ধি প্রজাতির। এক সময় এটি দেশের জলাশয়গুলোতে প্রচুর দেখা গেলেও বর্তমানে বিলুপ্তির পথে। ক্রমাগত শিকারের কারণে এটি প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ১২ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
কেইউএ/এএটি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।