ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণচেষ্টা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
ধর্ষণচেষ্টা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অভিযুক্ত মনসুর মোল্লা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি মাদরাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মনসুর মোল্লা (৫২) নামে আওয়ামী লীগ এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনসুর বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।  

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট মনসুর মোল্লা তারই প্রতিবেশীর মাদরাসা পড়ুয়া শিশু কন্যাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। সে সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা এসে মনসুরকে মারধর করে। তবে প্রভাবশালী মনসুর নিজেকে ছাড়িয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা চেষ্টা করেন সাবেক ইউপি সদস্য মানিক। কিন্তু মীমাংসা না হওয়ায় নির্যাতিত শিশুটির বাবা ২৯ আগস্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই মনসুরকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা জানান, ধর্ষণচেষ্টা মামলা দায়েরের পর পরই আসামি মনসুরকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।