ঢাকা: চোখে সাইকেলের স্পোক ঢুকে গুরুতর আহত অবস্থায় ফাহিম নামে দুই বছরের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
গত শনিবার (২৬ আগস্ট) হাসপাতালে চক্ষু বিভাগের চিকিৎসকরা শিশুটির চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢামেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ঢাকা মেডিকেল হাসপাতাল সবসময় সাধারণ রোগীদের পাশাপাশি জটিল রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত থাকে। আমাদের চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই শিশুটির চোখে সফল অস্ত্রোপচার করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে চোখে সাইকেলের স্পোক ঢুকে আহত শিশু ফাহিমকে নিয়ে তার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তখন শিশুটির পরিবারের সদস্যরা চিকিৎসকদের জানান, খেলতে খেলতে দুর্ঘটনাবশত বাইসাইকেলের স্পোক অবুঝ শিশুটির ডান চোখে ঢুকে যায়। যেটি প্রায় ১৫ সেন্ট্রি মিটার লম্বা আর ১ দশমিক ৫ মিলি মিটার চওড়া।
পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে শুক্রবার হাসপাতাল থেকে চলে যান ও বিভিন্ন জায়গা ঘুরে আবার সেই রাতেই ঢামেকে এসে ভর্তি করেন। পরে চক্ষু বিভাগের চিকিৎসকরা ফাহিমকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। নিউরোসার্জন (স্নায়ুবিশেষজ্ঞ) অধ্যাপক ফজলে এলাহি মিলাদের সহায়তায়, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডা. মুক্তি রানি মিত্রাসহ একদল তরুণ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দল। শনিবার সকালে তারা অফথালমোলজী (চক্ষুবিদ্যা) অপারেশন থিয়েটারে জটিল এ অস্ত্রোপচার কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করেন।
অধ্যাপক মোশতাক আহমেদ বলেন, শিশুটির অস্ত্রোপচার সফল হয়েছে। শিশুটি এখন ভালো আছে। হাসপাতালে আছে। আশা করা যায় পুনরায় আবার ওই চোখ দিয়ে দেখতে পারবে ফাহিম।
তিনি বলেন, নিউরোসার্জারি চিকিৎসকরাও অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এজেডএস/আরআইএস