ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে মোবাইল চুরির ঘটনায় ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
সাভারে মোবাইল চুরির ঘটনায় ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সাভার (ঢাকা): সাভার পৌরসভা এলাকায় মোবাইল চুরি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আকাশ মৃধা (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে তিনজন।

 

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে পৌর এলাকার আড়াপাড়ায় সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মৃধা কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভালুকাপাড়া এলাকার আব্দুল হালিম মৃধার ছেলে। তিনি পেশায় বাস চালকের সহকারী। বাবা-মা নিয়ে আড়াপাড়া এলাকায় বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানায়, রোববার রাতে আড়াপাড়া এলাকায় পপি নামের এক মহিলার বাসায় ডিজে পার্টির আয়োজন করে স্থানীয় কয়েকজন যুবক। ওখানে একটি মোবাইল হারানোর ঘটনা ঘটে। মোবাইলটি স্থানীয় জাহাঙ্গীর হোসেনের ছেলের। জাহাঙ্গীর হোসেন মোবাইল চুরির অভিযোগ এনে দুই যুবককে মারধর করে। ওই সময় উপস্থিত যুবকদের মধ্যে দুটি গ্রুপের সংঘর্ষের সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে স্থানীয়রা পুলিশে খরব দিলে উভয়পক্ষ পুলিশের উপস্থিতি টের পরে সবাই চলে যায়। সকাল থেকে আবারও দেশীয় অস্ত্র ছুড়ি, দা ও লাঠি নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

রেখা রানী নামে স্থানীয় এক নারী বলেন, ডিজে পার্টি থেকে নয়ন ও প্রান্ত নামে দুই যুবককে মোবাইল চুরির অজুহাতে প্রথমে মারধর করে জাহাঙ্গীর ও তার স্ত্রী। পরবর্তীতে ওখানে দুটি গ্রুপের সংঘর্ষ সৃষ্টি হয় এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সবাই চলে যায়। সকালে জাহাঙ্গীরের শ্যালক মামুনের নেতৃত্বে ২০/ ২৫ জন যুবক মঙ্গলবার সকালে আমার ছেলেকে মারধর করে। কারণ আমার ছেলে অন্য গ্রুপের। আমার ছেলেকে মারধরের প্রতিবাদ করে আকাশ। প্রতিবাদ করায় ওরা আকাশকে কুপিয়ে সেখানেই মেরে ফেলল। জাহাঙ্গীর স্থানীয় কাউন্সিলর রমজান হোসেনের লোক। এখন আমার দুই মেয়েকে রমজানের লোক ঘরে আটকে রেখেছে।  

এদিকে জাহাঙ্গীর হোসেন বলেন, আমার ছেলের মোবাইল ছিনতাই করার প্রতিবাদ করায় আমার শ্যালক মামুনকে ও ওর দুই বন্ধুকে কুপিয়ে আহত করেছে। ওদের অবস্থা আশঙ্কা জনক।  

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মোবাইল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আকাশ নামে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর হবে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।